এই মুহূর্তে কলকাতা

হাওড়া সেতু থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত সৌন্দর্যায়ন ও বাণিজ্যিকভাবে ব্যবহারের পরিকল্পনা।


কলকাতা, ৪ জুলাই:- কলকাতার হাওড়া সেতু থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত বন্দরের জমিকে সৌন্দর্যায়ন ও বাণিজ্যিক ভাবে ব্যবহারের পরিকল্পনা রূপায়ণ করতে বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থাগুলির পরামর্শ নিচ্ছে। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, ভারত সরকারের জলপথ উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসেবে ওই এলাকায় বন্দর কর্তৃপক্ষের হাতে থাকা প্রায় চার একর জমি ব্যবহার করে সৌন্দর্যায়ন ও বিভিন্ন বাণিজ্যিক প্রকল্প রূপায়ণের কাজ হবে। যার মধ্যে বিলাসবহুল হোটেল, শপিংমল, বাণিজ্যিক ভবন, প্রেক্ষাগৃহ, ক্রীড়া প্রাঙ্গণ এবং বহু তল পার্কিং প্লাজা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে আর্মেনিয়ান জেটিকে নতুনভাবে সাজিয়ে তুলে সেখান থেকে বিলাসবহুল ক্রুজ পরিষেবা চালু করারও ভাবনা রয়েছে। বন্দর চেয়ারম্যান জানিয়েছেন ইতিমধ্যেই বহু বেসরকারি সংস্থা এই প্রকল্পে যোগদানে আগ্রহ দেখিয়েছে। আরো বেশি সংখ্যক সংস্থাকে বিনিয়োগের সুযোগ করে দিতে দরপত্র জমা দেওয়ার সময়সীমা ১লা আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি এই প্রকল্পকে সকলের কাছে আরও লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ সংস্থাগুলির পরামর্শ চাওয়া হচ্ছে। বন্দরের জমি কে ৩০ বছরের মেয়াদে লিজ দেওয়া বা সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্ব এই দুটি পন্থার মধ্যে একটিকে বেছে নিয়ে ওই সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ চলবে বলে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন।