কলকাতা, ১ জুলাই:- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ বার্ষিকী শুক্রবার রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে চিকিৎসক দিবস হিসাবে পালিত হল। এই উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হয় মধ্য কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে তাঁর বাসভবনে। সেখানে উপস্থিত ছিলেন নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। অপর একটি অনুষ্ঠানে মহাকরণের বিপরীতে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মেয়র ফিরাধ হাকিম।
নবান্নেও তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। পাশাপাশি বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। রিষড়া পৌরসভার উদ্যোগে মাতৃসদনে পালিত হলো ডক্টরস ডে। উপস্থিত ছিলেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্রা। বিশিষ্ট চিকিৎসকদের সম্মানিত করা হয়। প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় বিধান ভবনেও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব চিকিৎসক, নার্স, আশাকর্মী সহ সব ধরনের স্বাস্থ্য কর্মী ও কোভিড যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।