এই মুহূর্তে কলকাতা

ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজের স্বচ্ছতা আনতে বিশেষ দল গঠন রাজ্যের।

কলকাতা, ২৮ জুন:- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজে স্বচ্ছতা আনতে ব্লক স্তরে বিশেষ নজরদারি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লকের বিডিও দের নেতৃত্বে এ বিএলআরও অফিসগুলির কাজের ওপর নজর রাখতে ওই কমিটি গঠন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। স্থানীয় থানার ওসি ও বিএলআরও রাও ওই কমিটিতে থাকবেন। বিএলআরও অফিসে দালাল রাজ রয়েছে কিনা, সাধারণ মানুষের অভিযোগের যথাসময়ে যথাযথ প্রতিকার হচ্ছে কিনা, যথা সময় জমির মিউটেশন হচ্ছে কিনা ইত্যাদি ওই কমিটি খতিয়ে দেখবে। একই সঙ্গে রাজ্য সরকারের নতুন বালি ও পাথর খাদান নীতি মেনে চলা হচ্ছে কিনা কমিটির সদস্যরা সেই বিষয়টিও নজরে রাখবেন।

ওই কমিটি বিএলআরও দফতরের কাজের রিপোর্ট সরাসরি সচিবালয়ে পাঠাবেন। সেই রিপোর্ট নিয়মিত পর্যালোচনা করা হবে। প্রাথমিক পর্যায়ে রাজ্যের চার জেলা – উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ির ব্লক অফিসগুলিতে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কালে অন্যান্য জেলাতেও একই রকম ব্লক ভিত্তিক কমিটি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি পুরুলিয়া সফরে গিয়ে ভূমি দফতরের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এরপরেই নিচুতলায় দফতরের কাজকর্ম খতিয়ে দেখতে ওই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।