এই মুহূর্তে কলকাতা

দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা।

কলকাতা, ২৭ জুন:- ৫৬ দিনের দীর্ঘ গরমের ছুটি শেষে আজ থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল খুলে গেছে। একই সঙ্গে বেশিরভাগ বেসরকারি স্কুলেও আজ থেকেই সশরীরে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্র স্কুলে সকাল থেকেই ছিল ব্যস্ততার ছবি ধরা পড়েছে। কোভিড বিধি মেনেই শুরু হয়েছে ক্লাস।

প্রায় প্রতিটি স্কুলে ঢোকার আগে পড়ুয়াদের তাপমাত্রা মাপা হয়েছে। হাত স্যানিটাইজ করার পরেই ক্লাসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই বছর ২ মে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল। প্রথমে স্কুলগুলি খোলার কথা ছিল ১৫ জুন। কিন্তু পরবর্তীতে তা আরও ১১দিন বাড়িয়ে দেওয়া হয়। এর জেরে স্কুলগুলিতে ষান্মাষিক ও বার্ষিক পরীক্ষার তারিখও পিছিয়ে দেওয়া হয়।আগামী কাল থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের অভ্যন্তরীন মূল্যায়ণ শুরু হচ্ছে।