এই মুহূর্তে কলকাতা

কিশোর কুমারের নামে মেট্রো স্টেশনের নামকরণের সম্ভাবনা।


কলকাতা, ২৫ জুন:- কিশোরকুমারের নামেও মেট্রো স্টেশনের নামকরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এব্যাপারে কিশোরকুমার অনুরাগীদের এক সংগঠনের দাবিতে মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক সম্মতিও মিলেছে। যদিও মেট্রোর বক্তব্য, স্টেশনের নামকরণের বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবেচনার উপর। তাঁরা বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের দরবারে পাঠিয়েছেন। নবান্নের শীর্ষমহল সবুজ সংকেত দিলে তা কেন্দ্রের কাছে পেশ হবে। কেন্দ্রের ছাড়পত্র আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত।

মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, এসব ক্ষেত্রে কেন্দ্র সাধারণত সম্মতি দিয়ে দেয়। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। আগামী ৪ আগস্ট কিশোর কুমারের জন্মদিন। তাঁর অনুরাগীদের দাবি, তার আগেই একটি মেট্রো স্টেশনের নামকরণ এই মহান সংগীতশিল্পীর নামে করে দিলে জন্মদিনে তাঁকে বিশেষভাবে শ্রদ্ধা জানানো যাবে। তবে এখন বিভিন্ন মেট্রো স্টেশনকে নানা সংস্থার তরফে ব্র‌্যান্ডিং করা হচ্ছে। যা থেকে মোটা টাকা রোজগারও করছে কর্তপক্ষ। তাই হাওড়া ময়দান বা ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ স্টেশন ব্র‌্যান্ডিং না করে কিশোরকুমারের নামে নামকরণ মেট্রো করবে কিনা, সেই বিষয়ে সন্দেহের একটা অবকাশ রয়েছে।