এই মুহূর্তে কলকাতা

পরাক্রম দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নেতাজির মূর্তি উদ্বোধন করেন।

কলকাতা , ২৩ জানুয়ারি:- নেতাজীর জন্মদিন এবছর পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই পরাক্রম দিবসে কলকাতায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে নেতাজী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে হাজির হন ঐতিহ্যবাসী ন্যাশনাল লাইব্রেরিতে। দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে তিনি হেলিকাপ্টারে রেস কোর্সে পৌঁছান। সেখান থেকে প্রধানমন্ত্রী নেতাজি ভবনে গিয়ে তার বাসভবন এবং সংগ্রহশালা পরিদর্শন করেন। এরপর জাতীয় গ্রন্থাগার এসে প্রধানমন্ত্রী নেতাজির মূর্তি এবং আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করেন। কিছু সময় সেখানে থাকার পর তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে রওনা হন। রাজ্যপাল জগদীপ ধনখড় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছেই নেতাজি মূর্তির পাদদেশে পুষ্প অর্পণ করেন প্রধানমন্ত্রী।

জাতীয় গ্রন্থাগারে নানান প্রদর্শনী ঘরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। ঐতিহ্যবাসী এই ন্যাশনাল লাইব্রেরিতে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্মারক বক্তৃত্বা রাখেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ১৮৩৬ সালে ক্যালক্যাটা পাবলিক লাইব্রেরি নামে প্রথম এই গ্রন্থাগারটি স্থাপিত হয়। সেই সময় এটি ছিল বেসরকারি প্রতিষ্ঠান। প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ছিলেন এর প্রথম মালিক। কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ভারতের বৃহত্তম গ্রন্থাগার। বর্তমানে এই গ্রন্থাগারে ২০ লক্ষ বই এবং ৫ লক্ষ পাণ্ডুলিপি রয়েছে।