জেলা এই মুহূর্তে

হাওড়ার সাঁতরাগাছি ঝিল পরিদর্শনে পরিবেশ কর্মী সুভাষ দত্ত।


হাওড়া, ২৩ জুন:- সাঁতরাগাছি ঝিলের খারাপ অবস্থা নিয়ে মামলার চূড়ান্ত শুনানি হবে আর কয়েকদিন পরেই। তার আগে ঝিলের বর্তমান প্রকৃত অবস্থা জানতে বৃহস্পতিবার সকালে ঝিল পরিদর্শনে যান পরিবেশ কর্মী সুভাষ দত্ত। প্রতি বছর শীতকালে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। কিন্তু সেই ঝিলের অবস্থা ভালো নয় বলে অভিযোগ। চারদিকে কচুরিপানায় ছেয়ে গেছে। জলও দূষিত। ৬ বছর আগে ঝিলের স্বাস্থ্য নিয়ে পরিবেশ আদালতে মামলা করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।

মামলার চূড়ান্ত শুনানি আর দিনকয়েক পরেই। এদিন ঝিলের অবস্থা সরোজমিনে দেখতে যান তিনি। সংগ্রহ করেন ঝিলের জলের নমুনা। তিনি বলেন, আশপাশ থেকে ময়লা জল ওই ঝিলে মেশার কারণে জল দূষিত হয়ে যাচ্ছে। এর ফলে জীব বৈচিত্র্য নষ্ট হতে বসেছে। ঝিলের জল যাতে দূষিত হলে হাওড়া পুরসভা এবং রেলের থেকে জরিমানা আদায়ের ব্যবস্থা করা হোক বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে তিনি আদালতের নজরদারিতে পুরো ব্যাপারটা আনবেন বলেও জানান।