এই মুহূর্তে কলকাতা

ফের সক্রিয় রাজনীতিতে ফেরার জল্পনা উস্কে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শোভনের।

কলকাতা, ২২ জুন:- ভাইফোঁটার দিনে তাঁকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে। এরপর প্রায় ছমাসের বিরতি।বুধবার আবার সক্রিয় রাজনীতিতে ফেরার জল্পনা উস্কে দিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শোভন চট্টোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা ধরে ওই বৈঠকে শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাখলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সতীর্থ। শোভন চট্টোপাধ্যায় জানান, দিদির নির্দেশ বাস্তবায়িত করা আমার কাজ। একইসঙ্গে ‘আমার রাজনৈতিক জীবন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক’ বলে এদিন মন্তব্য করেন শোভন চট্টোপাধ্যায়। সবমিলিয়ে রাজনৈতিক মহল মনে করছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা কেবলই সময়ের অপেক্ষা। তাঁদের জোড়াফুল শিবিরে ফেরার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে।

অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের জানান, তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলে কবে ফিরবেন দু’জনে? এই প্রশ্নের উত্তরে বৈশাখী জানান, তা ‘সময় বলবে’। একইসঙ্গে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের বান্ধবী বলেন, ‘শোভন রাজনীতিতে ফিরুক। আমি সেটাই চাই।’ এদিন অভিমানের প্রাচীর ভেঙেছে বলে মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য বুধবার নবান্নে আচমকা হাজির হন শোভন-বৈশাখী। বুধবার তিনটে পনের মিনিট নাগাদ আচমকা নবান্নে হাজির হন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নবান্নের ভিআইপি গেটের সামনে গাড়ি থেকে নামেন শোভন-বৈশাখী। গাড়ি থেকে নেমে সোজা চোদ্দ তলায় উঠে যান কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এবং তাঁর সঙ্গী। এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন। নবান্নে শোভন-বৈশাখীর আচমকা হাজিরায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, তবে কি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন? অবশেষে বৈঠক শেষে বেরিয়ে সেই ইঙ্গিত দিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।