এই মুহূর্তে কলকাতা

১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে তিন হাজার তিনশ কোটি টাকা বকেয়া রাজ্যের।

কলকাতা, ১৫ জুন:- একশ দিনের কাজ প্রকল্পের আওতায় মজুরি বাবদ কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ৩ হাজার তিনশ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর থেকে ওই টাকা বকেয়া রয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন।

আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন কেন্দ্রীয় আইনে নিয়োগের নিশ্চয়তা থাকা স্বত্বেও একশ দিনের প্রকল্পে জব কার্ডধারী শ্রমিকদের মজুরির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী এই বকেয়া চেয়ে একাধিক চিঠি দিলেও কাজ হয়নি।এর ফলে ১ কোটি ৪ লক্ষ মানুষ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।