কলকাতা, ১৫ জুন:- রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের অধিকাংশই খোলা সম্ভব হয়েছে বলে শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না দাবি করেছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তিনি জানান ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার সময় রাজ্যে বন্ধ চা বাগানের সংখ্যা ছিল ৬৭। এই মুহূর্তে ওই সংখ্যা মাত্র ৯। আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি চাবাগান খুলে যাবে। এক অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী জানিয়েছেন বর্তমানে বন্ধ ও রুগ্ন চা বাগানের মত ৫৪২৩ জন শ্রমিককে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়।
এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দফতর তাঁদের বিনামূল্যে চাল,১০০ দিনের কাজ, ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার মত নানা সুবিধা দিচ্ছে। চা সুন্দরী প্রকল্পের সুবিধাও পাচ্ছেন চা বাগানের শ্রমিকেরা। বাগান মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁদের ভাতাও বাড়ানো হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার চা বাগানের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখেছে বলে বেচারাম মান্না অভিযোগ করেন।তিনি বলেন ওই বকেয়ার জন্য তার দফতর কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে।