হাওড়া, ১২ জুন:- পুলিশের ব্জ্র আঁটুনি। উলুবেড়িয়ায় মনসাতলায় পার্টি অফিসে না আসতে পেরে জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে রওনা শুভেন্দুর। উলুবেড়িয়ার মনসাতলায় হাওড়া গ্রামীণের বিজেপির সদর কার্যালয়ে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
বিরোধী দলনেতা যাতে কার্যালয়ে ঢুকতে না পারে তার জন্য পুলিশি নিরাপত্তার পাশাপাশি গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয় পুরো এলাকা। কিছুক্ষণ আগেই জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে রওনা হন বিরোধী দলনেতা।