এই মুহূর্তে কলকাতা

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওবিজেপি দলের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছে মুখ্যমন্ত্রী।


কলকাতা, ১১ জুন:- আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন অবিজেপি দলের সঙ্গে আলোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ১৪জুন দিল্লি পৌঁছানোর পর ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তিনি বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে এক বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আজই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ওই বৈঠকেই ও বিজেপির দল করি সম্মিলিতভাবে রাষ্ট্রপতি পদের জন্য নিজেদের প্রার্থীদের নাম চূড়ান্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই উদ্যোগে কংগ্রেসের ভূমিকা নিয়ে এখনও সংশয় রয়েছে। জানা গিয়েছে, কলকাতাতে বসেই দেশের অবিজেপি, অকংগ্রেসি দলগুলির কয়েকজন নেতানেত্রীর সঙ্গে কথা বলেছেন মমতা। সপা, আরজেডি, এনসিপি, টিআরএস, নেতারা কার্যত মমতার সিদ্ধান্তকেই সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

বাকি থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ডিএমকে, শিবসেনা, তেলেগু দেশম পার্টি, সংযুক্ত জনতা দল, শিরোমণি অকালি দল, আপ এরা কী করবে তা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে১৫ তারিখের বৈঠকেই আঁচ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। নজর থাকছে বামেদের দিকেও। বাংলায় বামেদের সঙ্গে মমতার বিরোধ থাকলেও প্রয়োজনে জাতীয় স্তরে বিজেপিকে ঠেকাতে মমতাকে সমর্থন দেওয়ার পথ আগেই খুলে রেখেছে বামেরা। এখন রাষ্ট্রপতি নির্বাচনে সেই বামেরা কী করে সেদিকেও লক্ষ্য থাকবে সকলের। সকলেই অবশ্য মনে করছে, মমতা দিল্লিতে পা রাখলেই রাষ্ট্রপতি নির্বাচনে ঐক‌্যবদ্ধ বিরোধী প্রার্থী দেওয়ার প্রক্রিয়া গতি পাবে। কংগ্রেসের তরফে স্পষ্ট ভাবে এখনঅ ইঙ্গিত মেলেনি তাঁরা কী করবে। তবে মমতা দিল্লি এলে তাঁর সঙ্গে কংগ্রেসের কোনও নেতা দেখা করতে আসেন কিনা সেদিকেও সবাই তাকিয়ে থাকবেন।