এই মুহূর্তে কলকাতা

বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, সব হসপিটালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের।

কলকাতা, ৮ জুন:- বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। সেই কারণে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে প্রস্তুত থাকতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। হেমারেজিক ডেঙ্গুর চিকিৎসার জন্য প্লেটলেট মজুত রাখতে বলা হয়েছে। গত কয়েক বছর ধরে মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু রাজ্যে দাপট দেখিয়েছে। মশাবাহিত রোগের কারণে মৃত্যু হয়েছে বহু মানুষের। এ বছর বর্ষার আগে শহরে বিভিন্ন নালা, খাল সংস্কার করা হলেও, সবগুলি সংস্কার করা সম্ভব হয়নি। আর সেই কারণে মশার বাড়বাড়ন্ত এবছর বাড়তে পারে।সব সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের বিভিন্ন উপাদান পৃথক করার মত পরিকাঠামো নেই। কারণ যে যন্ত্র দিয়ে এটি করা হয় তার দাম অনেক।

রাজ্যের হাতেগোনা সরকারি ব্লাড ব্যাঙ্কের কয়েকটিতে এই সুবিধা রয়েছে। রাজ্যের ৮৭টি সরকারি ব্লাড ব্যাঙ্কের মধ্যে মাত্র ৪০টির বেশি ব্লাড ব্যাঙ্কে এই সুবিধা রয়েছে। যেখানে রক্ত থেকে প্লেটলেটস পৃথক করা যায়। হেমারেজিক ডেঙ্গি চিকিৎসার জন্য প্লেটলেটস প্রয়োজন হয়। স্বাস্থ্যভবন সূত্রে খবর, গত ৫ বছরের পরিসংখ্যান অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা থাকে ১০১২ জন পর্যন্ত। গত ২ বছর করোনা মহামারীর সময় সেই সংখ্যাটা আরও কম ছিল।কিন্তু এ বছর এই সময় পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগের থেকে বেশি। আর যে কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য কর্তাদের।