এই মুহূর্তে জেলা

হাওড়ার চ্যাটার্জিহাটে শ্যুট আউটের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত।

হাওড়া, ৫ জুন:- হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় শনিবার রাতের শ্যুট আউটের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত। ধৃতের নাম আকাশ মালিক। রবিবার তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। অতীতেও এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। এদিন আক্রান্তের পিসোমশাই অশোক কুমার জানান, শনিবার রাত প্রায় ৮টা নাগাদ বন্ধুদের নিজেদের মধ্যে বচসা, কোনও কিছু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। হঠাৎই তারা ৬-৭ জন মিলে নিজেদের মধ্যে মারপিট শুরু করে। তাঁর ভাইপোকে সেখানে মারধর করা হয়। ভাইপো যখন সেখান থেকে বেরিয়ে আসে, তখন পিছন দিক থেকে গুলি চালানো হয়। তখন সেখান থেকে সে পালিয়ে যায়। গুলির আওয়াজে এলাকার মানুষ ছুটে আসেন। তখন দুষ্কৃতিরা পালিয়ে যায়।

তাঁর দাবি যে সিন্ডিকেট তৈরি হয়েছে তার টানাপোড়েনের বা রাজনৈতিক দলের গ্রুপের মধ্যে গন্ডগোলের জেরেই এই গুলিচালনা বলে অনুমান তাঁর। ওই গুলিচালনার পর দুষ্কৃতিদেরকে তাড়া করা হয়। এরপর তাকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে হাতাহাতি হয়েছিল। ১ রাউন্ড গুলি চলে। গুলির স্প্রিং হাতে লেগেছিল। অস্ত্রপ্রচারের জন্য জন্য তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুষ্কৃতিরা সকলেই এলাকার বাসিন্দা। এদিকে, স্থানীয় বাসিন্দা অরিন্দম ভট্টাচার্য জানান, এই এলাকা শান্তিপূর্ণ। শনিবার রাতে ওই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশ দেখবে কারা কারা এই গুলিকান্ডের সঙ্গে যুক্ত। এই ঘটনায় এলাকার সবাই আতঙ্কে। তবে পুলিশের উপর আশা রয়েছে। তারা এই গুলি চালানর ঘটনায় কারা যুক্ত তার ব্যবস্থা নেবে।