কলকাতা, ২৫ মে:- গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ-র পাশাপাশি আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদেরও ভোট গ্রহণ হবে। পাশাপাশি রাজ্যের অন্য বেশ কয়েকটি পুরসভার শূণ্য আসনেও ওই দিন ভোট নেওয়া হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড
পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড, পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডেও ওই দিন ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এব্যপারে রাজনৈতিক দলগুলির মতামত নিতে আগামিকাল রাজ্য নির্বাচন কমিশনের দফতরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। বেলা ১ টার সময় ওই বৈঠকে স্বীকৃত সব রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বদল বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে ভোটের দিন ক্ষণ ঘোষণা হতে পারে।