এই মুহূর্তে জেলা

বাংলায় মেধাবী ছাত্ররা বসে রাস্তায়, আর যার পকেটে টাকা তারাই পায় চাকরি, হাওড়ায় বিস্ফোরক লকেট।

হাওড়া, ২৫ মে:- যারা মনে করেন বিজেপিতে এসেছেন কিছু পয়সা বানাতে, কিছু করার জন্যে তাহলে তাদের এখনি দল ছেড়ে চলে যাওয়া উচিত। হয়তো সংগঠনের মধ্যে এরকম লোক হয়তো আছেনও, যে তারা দলের নীতি আদর্শ কিছু মানতে পারেন না, তারা কিছু রোজগার করতে এসেছেন বলে মনে করেন তাদের বলব চলে যেতে। কারণ তারা যত তাড়াতাড়ি চলে যাবে দলের ততই মঙ্গল। বুধবার হাওড়ায় এসে এমনই মন্তব্য করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন এসএসসি দুর্নীতি ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলে অনেক বড় মাথা চলে আসবে। এই বাংলায় যার পকেটে টাকা আছে, তারই চাকরি আছে। মেধাবী ছাত্ররা রাস্তায় বসে থাকে, এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকেও এদিন তোপ দাগেন লকেট চট্টপাধ্যায়। এদিন হাওড়ার পূর্ব রেলের বিভাগীয় প্রধানের কার্যালয়ে এসে এভাবেই তোপ দাগেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টপাধ্যায়। তিনি এস এস সি দুর্নীতি নিয়ে সরব হয়ে বলেন এই বাংলাতে যারা প্রকৃত মেধাবী তাদের চাকরি নেই। তারা রাস্তায় বসে ও অবসাদে আত্মহত্যা করছে।

পাশাপাশি তিনি দাবি করেন সিবিআই প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপা্ধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক বড় মাথা সামনে আসবে। পাশাপাশি বিজেপির অভ্যন্তরে ঢুকে যারা পয়সা রোজগারের চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন অবিলম্বে তারা অর্জুন সিংয়ের মত বিজেপি ছেড়ে দিক। এতে দলের মঙ্গল হবে। এছাড়াও তিনি বলেন গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের থেকে মানুষ শুনেছে। বিজেপিতে তা নেই। তাই তারা গর্বিত বাংলা থেকে দিলীপ ঘোষকে বাংলা ছাড়াও আরো বেশ কয়েকটি রাজ্যের বুথ ভিত্তিক সংগঠন তৈরি করার দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়াও সাংসদ বলেন কামার কুন্ডু এলাকায় রেলের যে ফ্লাইওভার তৈরি সম্পূর্ণ হয়ে গেছে তা তারা ইতিমধ্যেই পরিদর্শন করে এসেছেন। প্রযুক্তিগতভাবে কোনো বাধা নেই ওই ফ্লাইওভার চালু করে দেওয়ার। তবে স্থানীয় তৃণমূলের বিধায়ক নেতারা ওই বন্ধ সেতু থেকে অনৈতিকভাবে রোজগারের চেষ্টা চালাচ্ছেন। তাই আজকে তিনি পূর্ব রেলের বিভাগীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে ওই সেতু চালু করার আবেদন জানান। এতে সাধারণ মানুষের উপকার হবে ও শাসক দলের তোলাবাজি বন্ধ বলেই দাবি করেন হুগলির সাংসদ লকেট চট্টোপধ্যায়।