এই মুহূর্তে কলকাতা

রাজা রামমোহন রায়ের দ্বিসার্ধশতবার্ষিকি উদযাপন উপলক্ষে মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনে রাজ্যপাল।

কলকাতা, ২২ মে:- স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে জনশিক্ষা প্রসারের মাধ্যম হিসাবে দেশে সাধারণ গ্রন্থাগারের বিস্তার বাড়াতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রবিবার রাজা রামমোহন রায়ের দ্বিসার্ধশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে যোগ দিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি একথা জানিয়েছেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকেও এই কাজে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। শ্রী রেড্ডি বলেন, রাজা রাম মোহন রায় নবজাগরণের অগ্রদূত হিসাবে সমাজ সংস্কারে সার্বিক শিক্ষা প্রসারের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তাঁর মত মহাপুরুষদের সম্মান জানাতে স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে দেশের গ্রন্থাগার নেটওয়ার্ককে মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিটাল লাইব্রেরী এবং ই বুকের প্রসারের ওপরেও জোর দেওয়া হচ্ছে। সল্টলেকের রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, ইজেডসিসি এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি রাজা রাম মোহন রায় ফাউন্ডেশন চত্বরে তাঁর একটি পূর্নাবয়ব মূর্তিরও আনুষ্ঠানিক উন্মোচন করেন। অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখর তাঁর ভাষণে নবজাগরণের অগ্রদূত হিসাবে আধুনিক ভারতবর্ষের রামমোহন রায়ের ভূমিকার কথা তুলে ধরেন। রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের মহানির্দেশক অজয় প্রতাপ সিং সহ বহু বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আজ থেকে ২০২৩-এর ২২শে মে পর্যন্ত রাজা রামমোহন রায়ের জন্মের দ্বিসার্ধশত বার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছে।