সুদীপ দাস, ১৭ মে:- আকনা গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থা কাটাতে পথে নামলো ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার এ বিষয়ে পোলবা-দাদপর ব্লকে অফিসে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির হুগলী সাংগঠনিক জেলা। নেতৃত্বে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি তুষার মজুমদার, সধারন সম্পাদক সুরেশ সাউরা। প্রসঙ্গতঃ পোলবা-দাদপুর ব্লকের অন্তর্গত আকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বাকি সদস্যের বচরভর পঞ্চায়েতে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে ওই পঞ্চায়েতের উপ-প্রধান নর্মলেন্দু ঘোষের বিরুদ্ধে। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে হৈচৈ পরে যায়। বিজেপির বক্তব্য
এভাবে চলতে থাকলে আকনা এলাকার মানুষ সরকারী উন্নয়ন থেকে বঞ্চিত হবে। তাই অবিলম্বে আকনা পঞ্চায়েতের অচলাবস্থা কাটাতে সরব হল বিজেপি। মঙ্গলবার বিজেপির নেতা-কর্মীরা পোলবার আলিনগর মোড়ে জমায়েত হয়। সেখান থেকে মিছিল করে পোলবা-দাদপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে যায় বিজেপি। কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনকরে তাঁরা। এরপর বিজেপির এক প্রতিনিধি দল বিডিওর সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। বাইরে বেড়িয়ে এসে বিধায়ক বিমান ঘোষ হুঙ্কার দিয়ে বলেন আগামী ১৫দিনের মধ্যে আকনা পঞ্চায়েতের অচলাবস্থা না কাটলে অভিযুক্ত উপ-প্রধানের কপালে দুঃখ আছে।