এই মুহূর্তে জেলা

পল্লবীকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, দাবি অভিনেত্রীর পরিবারের।

হাওড়া, ১৬ মে:- “পল্লবী আত্মহত্যা করতে পারেনা। যদি আত্মহত্যা করেও থাকে তাহলে তা করতে বাধ্য করা হয়েছে। আসল দোষীর শাস্তি চাই।” মিডিয়ায় প্রতিক্রিয়ায় এমনই জানালেন অভিনেত্রীর পরিবার। পরিবারের দাবি, সাগ্নিকের আগে থেকেই অন্য একজন মহিলার সঙ্গে রেজিস্ট্রি ছিল। সেটা পল্লবী জানত না। এমনকি, পল্লবীর অনুপস্থিতিতে ওই মহিলা সাগ্নিকের ফ্ল্যাটে আসত বলেও পরিবারের দাবি।

উল্লেখ্য, রবিবার সকালে কলকাতার গড়ফায় এক আবাসনের ঘর থেকে উদ্ধার হয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। ‘মন মানে না’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। ‘আমি সিরাজের বেগম’ এ নায়িকার ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। হাওড়ার রামরাজাতলার বাসিন্দা ছিলেন পল্লবী। থাকতেন গড়ফার ফ্ল্যাটে। সেখানেই ঘটনা ঘটে।