কলকাতা, ১৩ মে:- রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কোনো তরফেই কিছু না জানানো হলেও রাজ্যপাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর রাজভবনে রাজ্যপাল জগদীপ ধানখড়ের সঙ্গে সাক্ষাতের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে ডাকলেন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।
আগামী ১৯ মে বিকাশ ভবনে ওই বৈঠক হবে বলে রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি। শুধু তাই নয়, আলোচনা হতে পারে কেন্দ্রীয় শিক্ষা নীতি নিয়েও। আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে বৈঠকে সেই বিষয়েও আলোচনা হবে সূত্রের খবর রাজ্যে উচ্চশিক্ষায় রাজ্যপালের তরফে সহযোগিতা করা হবে শিক্ষামন্ত্রীকে এদিন সেই বার্তাই দিয়েছেন রাজ্যপাল। রাজ্য- রাজ্যপাল সংঘাতের আবহেই শিক্ষামন্ত্রীর সঙ্গে জগদীপ ধনখড়ের বৈঠক রাজ্যের প্রতি রাজ্যপালের সহযোগিতার বার্তা বলে মনে করছেন ওয়াকিববহাল মহল।