কলকাতা, ৮ মে:- পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরনিগম। চলবে নির্বীজকরণ ও টিকাকরণ। কলকাতা পুরনিগমের প্রত্যেকটি ওয়ার্ডে পথ কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি হবে। এই কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১০ মে। এই কর্মসূচির উদ্বোধন হবে মঙ্গলবার দুপুর ১২ টায়। সেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে হাতিবাগানের স্টার থিয়েটারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহানগরের পশুপ্রেমী ও সমাজসেবীরা। নির্বীজকরণের ফলে যেমন পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করা যাবে তেমনই টিকাকরণের ফলে কুকুর হবে নির্বিষ ও জীবানু মুক্ত। এইন খবরেই আপ্লুত পুরবাসীরা। এই অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যের মন্ত্রী ও পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সমস্ত অনুষ্ঠানটির পৌরোহিত্য করবেন উপমহানাগরিক ও বিধায়ক অতীন ঘোষ।
উল্লেখ্য, সম্প্রতি কুকুরের তাণ্ডব চলেছিল আরজি কর হাসপাতাল জুড়ে। পরিস্থিতি এমনই হয় যে কুকুরের কামড় ও আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছিলেন রোগীর পরিজন। চিকিৎসা করা হলেও ১২ টি কুকুরের কামড় ও আঁচড়ের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছিল এক মহিলার। আর জি কর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, হাসপাতালে কুকুর- বিড়াল তাড়াতে টেন্ডার ডাকা হয়। দেখা যায় তাড়ানো হলেও ফিরে আসছে। কুকুর- বিড়াল তাড়াতে সম্প্রতি বৈঠক করেছে রোগী কল্যাণ সমিতি। হাসপাতালের তরফে বলা হয়, এই ঘটনা দুর্ভাগ্যজনক। জানানো হয়েছিল, ফের কুকুর- বিড়ালগুলিকে তাড়ানো হবে। তাদের ঢোকায় বাধা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় চেয়ারম্যান জানিয়েছিলেন, কুকুরের নির্বীজকরণ আবার শুরু করা হবে।তবে পথ কুকুর নিয়ন্ত্রণে শুধু আরজি কর চত্ত্বর বা সংলগ্ন ওয়ার্ডেই এই কর্মসূচি করা হচ্ছে না। কর্মসূচি চালানো হচ্ছে শহর জুড়েই।