এই মুহূর্তে কলকাতা

প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় আগামী সপ্তাহে বৈঠকে বসছেন মুখ্যসচিব।

কলকাতা, ২৯ এপ্রিল:- রাজ্যে সম্ভাব্য পার্কৃতিক দূর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার এবছর আগাম প্রস্তুতি নিচ্ছে। ঝড়, বৃষ্টি ও বন্যাজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতিতে রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী আগামী সপ্তাহে বৈঠকে বসছেন। ৬ মে নবান্ন সভাঘরে প্রস্তাবিত বৈঠকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ডাকা হয়েছে।

বৃষ্টির আগাম পূর্বাভাস এবং ঝড়ের আগাম সর্তকতামূলক প্রস্তুতি,ত্রাণ ও উদ্ধারকার্য, পুনর্গঠনের মতো বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অতীতের থেকে শিক্ষা নিয়ে এবার থেকে বৃষ্টি, বন্যা ও ঝড়ের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সম্প্রতি এক বৈঠকে নির্দেশ দিয়েছিলেন, ঝড়-বৃষ্টি বন্যার আগাম প্রস্তুতি রাজ্যকে নিয়ে রাখতে হবে। তার জেরেই রাজ্য প্রশাসনের এই জরুরি তৎপরতা বলে মনে করা হচ্ছে।