এই মুহূর্তে জেলা

ছাদে কাপড় শুকোতে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তারে ঝলসে গেল গৃহবধূর শরীর।

হাওড়া, ২৭ এপ্রিল:- বাড়ির ছাদে ভিজে কাপড় মিলতে গিয়ে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে জখম হলেন বছর আঠাশের এক গৃহবধূর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার দাসনগরের বালিটিকুরি শেঠ পাড়া এলাকায়। আহত মহিলার নাম মৌমিতা হাজরা (২৮) বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও তিনি ছাদে ভিজে কাপড় মিলতে গিয়েছিলেন। ছাদের পাশেই ছিল হাইভোল্টেজ বিদ্যুতের তার।

সম্ভবত সেখানেই কোনওভাবে ভিজে কাপড়ের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর পরিবারের লোকেরা তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী গৌরি মাঝি জানান, মৌমিতার গলার কাছ থেকে পুড়ে গেছে। জামাকাপড় মেলতে ছাদে গিয়েছিল। ওর ছেলে নিচেই ছিল। তখনই ওই ঘটনা ঘটে। মিস্ত্রিরা দেখতে পেয়ে জানায় ছাদ থেকে ধোঁয়া উঠছে।প্রচন্ড জোরে আওয়াজ হয়। আমরা ঘরে ছিলাম। বেরিয়ে আসি। রুবি সাউ নামের আরেক প্রতিবেশী জানান, প্রথমে আমরা বুঝতে পারিনি। একটা আওয়াজ হতে ভাবলাম কি হয়েছে। আমি বাইরে আসতে মিস্ত্রি জানায় তোমাদের বাড়ির উপরে কি হয়েছে দেখো। কিছু পুড়ে যাচ্ছে। আমি তখন এসে দেখি মৌমিতা পুড়ে গেছে।