কলকাতা, ২৭ এপ্রিল:- করোনা পরিস্থিতির গতিপ্রকৃতি আরও ভালোভাবে বুঝতে আজ থেকে রাজ্য সরকার বিভিন্ন হাসপাতালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে। এই পর্যায়ে ২৯ এপ্রিল পর্যন্ত এই সমীক্ষা চলব। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রোজ ২৩টি জেলা ও ৫টি স্বাস্থ্য জেলা থেকে ৪০০ করে, মোট ১২ হাজার নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হবে।
এছাড়াও সত্যিই নতুন কোনও কোভিড স্ট্রেইন রাজ্যে এসেছে কি না, সেদিকে লক্ষ্য রাখতে ভিওসি বা ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ খুঁজে বের করার কাজও চলবে। সেজন্য কেন্দ্রীয় সরকারের কল্যাণীর গবেষণাগারে নমুনা পাঠানো হবে। জানা গিয়েছে বর্তমানে রাজ্যে কোভিড পজিটিভিটি বা মোট পরীক্ষা হওয়া নমুনার মধ্যে পজিটিভ নমুনার সংখ্যা ০.৪৩। যা আগের তুলনায় সামান্য হলেও বেশি। সেকারণেই নতুন করে সমীক্ষা শুরু করার সিদ্ধান্ত।