কলকাতা, ২৬ এপ্রিল:- দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য গুলিতে মাওবাদি কার্যকলাপ সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করতে পূর্বাঞ্চলীয় পরিষদের স্থায়ী কমিটি আজ বৈঠকে বসেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তারা ছাড়াও পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবরা ওই ভার্চুয়াল বৈঠকে উপস্থিতি রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়াও, রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সমস্যা, আন্তঃরাজ্য নিরাপত্তা, পরিবহণ, সেচের জল, ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন সমস্যাকে বৈঠকে চিহ্নিত করা হবে।
জানা গিয়েছে চলতি বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্যে এরাজ্যে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হওয়ার কথা। তার প্রস্তুতিতেই পরিষদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। পূর্বাঞ্চলীয় পরিষদ বিহার, ওড়িশা, বাংলা, সিকিম ও ঝাড়খণ্ডকে নিয়ে গঠিত। এই পরিষদের চেয়ারম্যান কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও দু’জন করে মন্ত্রী এর সদস্য।উ্ল্লেখ্য এর আগে ২০১৮ সালে এরাজ্যে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়।