এই মুহূর্তে কলকাতা

ঘাটাল মাস্টারপ্ল্যানের ৬০ শতাংশ অর্থ দিতে রাজি কেন্দ্র।

কলকাতা, ২৪ এপ্রিল:- ঘাটাল মাস্টারপ্ল্যানের ৬০ শতাংশ অর্থ দিতে রাজি কেন্দ্র। রাজ্য সরকারকে দিতে হবে ৪০ শতাংশ অর্থ। এই শর্তে রাজি হওয়ার পর ও কেন্দ্র সরকার এখনও এই এই প্রকল্পের অনুমোদন দেয়নি। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন কেন্দ্র বারবার বলা সত্ত্বেও অনুমোদন পাওয়া যায়নি তবে রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং তিনি আশা করেন কেন্দ্র যদি প্রকল্প অনুমোদন করে তবে তারাই এই কাজ এগিয়ে নিয়ে যাবে ন। গতবছর ঘাটাল এলাকায় বন্যার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পর এই প্রকল্পে দ্রুত বাস্তবায়ন করতে উদ্যোগী হয়েছিলেন তখন রাজ্যের মন্ত্রীদের একটি প্রতিনিধিদল কেন্দ্রের কাছে এ বিষয়ে দরবার করেছিলেন। তারপর কেন্দ্রে তরফ থেকে এই প্রকল্পের খরচের 60% অর্থ নিতে বলে জানিয়ে দিতে রাজি বলে জানিয়েছিল। নতুন করে ঘাটাল মাস্টারপ্ল্যানের বিস্তারিত তথ্য পাঠানোর জন্য কেন্দ্র রাজ্য কে নির্দেশ দেয়। সেইমত ফের এই প্রকল্পের সব তথ্যত পাঠানো হয়েছে বলেও সেচ দপ্তর সূত্রে জানা গেছে।