এই মুহূর্তে কলকাতা

এসএসসি গ্রুপ ডি ও নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম খুঁজতে সমীক্ষার নির্দেশ।

কলকাতা, ২৪ এপ্রিল:- এসএসসি গ্রুপ ডি ও নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম খুঁজতে রাজ্য সরকার সমীক্ষার নির্দেশ দিয়েছে। অযোগ্য প্রার্থীদের নিয়োগ বাতিল করে কিভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা যায় সে সম্পর্কেও শিক্ষা দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই নিয়োগ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সেই মামলার পরবর্তী শুনানি হওয়ার আগেই রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম দূর করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে বলে শিক্ষা সূত্রে খবর। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার আগামী শুনানি ১৩ মে।

তার আগেই যোগ্যদের চাকরি দেওয়ার বিষয়ে পদক্ষেপ করতে চাইছে রাজ্য সরকার। এদিকে এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার ওপর স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। অপরদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সিবিআই এফআইআর করেছিল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।