হাওড়া, ২৩ এপ্রিল:- হাওড়ার ব্রীজ এন্ড রুফ কোং – এর আইএনটিটিইউসি অনুমোদিত এমপ্লয়িজ ট্রেড ইউনিয়নের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয় হাওড়া ওয়ার্কস শ্রমিক ক্যান্টিন হলে। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি’র হাওড়া জেলা সদর সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, উত্তর হাওড়ার আইএনটিটিইউসি’রসভাপতি অরবিন্দ দাস, উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিজিৎ বটব্যাল,
প্রাক্তন কাউন্সিলর অনুপ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সভার সভাপতি নির্বাচিত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর শুরু হয় নবম সাধারণ বার্ষিক সভা। সভার শুরুতে অতিথিদের একে একে বরণ করে নেওয়া হয় ব্রীজ এন্ড রুফ এম্পয়িজ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। এরপর উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য রাখেন এবং কোম্পানির পাশে থেকে সর্বস্তরের শ্রমিক কর্মচারীর এবং কোম্পানির উন্নতির কথা বলেন। এদিনই ব্রীজ এন্ড রুফ এম্পয়িজ ট্রেড ইউনিয়নের নতুন কমিটি ঘোষিত হয়।