এই মুহূর্তে জেলা

হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজে নামলো পুরনিগম।

হাওড়া, ২০ এপ্রিল:- হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজে নামলো পুরনিগম। পরিদর্শন করলেন পুর প্রশাসকের নেতৃত্বে আধিকারিকরা। এই নিকাশির কাজ শেষ করা গেলে ওই অঞ্চলের প্রায় তিনটি ওয়ার্ডের মানুষ বৃষ্টির জমা জলের দুর্ভোগ থেকে রেহাই পাবেন। বুধবার সকালে হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন ওই ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজ খতিয়ে দেখেন হাওড়ার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি জানান, বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ড’টা আমরা দীর্ঘ কয়েক বছর পরে পুনরায় ক্লিনিং করছি

ওখানে যারা ওই জলাশয়টা পরিষ্কারের কাজ করছেন তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সেই কাজ ওনারা সম্পন্ন করতে পারবেন। এই কাজ করতে পারলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে ওটা একটা বড়ো রিজার্ভারের কাজ করবে। যেখানে বর্ষার জমা জল ওই রিজার্ভার ধারণ করবে। এছাড়াও এর পাশাপাশি সেচ দফতরও লিলুয়ার পচা খালের সংস্কারের কাজে নেমেছে। এদুটো ছাড়াও ড্রেনেজ ক্যানেল খালের সংস্কারের কাজও যদি করা যায় তাহলে আশা করছি আগের মতো শহর জলমগ্ন হবেনা।