এই মুহূর্তে জেলা

বিধায়ক কল্যাণ ঘোষের নেতৃত্বে হাওড়ার বালি জগাছা পঞ্চায়েত সমিতির অফিসে নিকাশি নিয়ে বৈঠক।


হাওড়াব, ১৯ এপ্রিল:- র্ষার আগেই নিকাশি সমস্যা দূর করতে হাওড়ায় বালি জগাছা পঞ্চায়েত সমিতির অফিসে প্রশাসনিক বৈঠক করলেন বিধায়ক কল্যাণ ঘোষ। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় ওই প্রশাসনিক বৈঠক। বর্ষা এখনও অনেক দূরে। হাওড়ায় বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ও আসেনি। কিন্তু এখন থেকেই হাওড়ার নিকাশি সমস্যা মেটাতে ব্যবস্থা নিতে উদ্যোগ শুরু করেছে প্রশাসন। হাওড়ার বালি জগাছা পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় নিকাশির সমস্যা কিছুটা আছে। এবার বর্ষার আগে সেই নিকাশি সমস্যা দূর করার জন্য বালি জগাছা পঞ্চায়েত সমিতি অফিসে

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। এই প্রশাসনিক বৈঠকে কিভাবে নিকাশি নালা পরিস্কার করা হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এই প্রশাসনিক বৈঠকের পৌরহিত্য করেন বিধায়ক কল্যাণ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন বালি জগাছার বিডিও, বালি জগাছা পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। বিধায়ক কল্যাণ ঘোষ জানান, বর্ষার আগেই তাঁরা এই এলাকার নিকাশি নালা পরিস্কার করার উদ্যোগ নিয়েছেন।