হাওড়া, ১৮ এপ্রিল:- হাওড়ায় SFI র প্রতিবাদ মিছিলে পুলিশি বাধাকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যু, বকটুই গণহত্যা সহ রাজ্য জুড়ে একাধিক খুন, ধর্ষনের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
সেই মিছিল হাওড়া ময়দান বঙ্গবাসী মোড় হয়ে ফাঁসিতলা মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা। এরপর তারা ফাঁসিতলা মোড় অবরোধ করে প্রায় আধ ঘন্টার উপর বিক্ষোভ দেখান। রাজ্যজুড়ে একের পর এক খুন-ধর্ষনের প্রতিবাদে ও সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানিয়ে ব্যানার নিয়ে তারা এই পথ অবরোধে সামিল হন।