এই মুহূর্তে জেলা

প্রকাশের পরই মন্ডল সভাপতিদের তালিকা বাতিল, হুগলীতে বিজেপির অন্দরে ক্ষোভ।

সুদীপ দাস, ১৮ এপ্রিল:- প্রকাশ হওয়ার কিছুক্ষন পরই বাতিল হলো মন্ডল সভাপতিদের তালিকা। যা নিয়ে বিজেপির অন্দরেই চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে হুগলীতে। হুগলী সাংগঠনিক জেলা বিজেপির মন্ডল সভাপতি নাম এদিন ৩নম্বর গেট জেলা পার্টি অফিসেই বসে ঠিক হয় বলে খবর। বিজেপি সূত্রে খবর সেসময় উপস্থিত ছিলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী ও সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার। হুগলী সাংগঠনিক জেলা থেকে মোট ২৮ জনের তালিকা এদিন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়। কিন্তু তার কিছুক্ষন পরই দলের সাংগঠনিক সভাপতি তুষার মজুমদারের সই সম্বলিত সেই তালিকা অনিবার্য কারনে বাতিল বলে পুনরায় সোশ্যাল মিডিয়ায় ঘোষনা করা হয়। যা নিয়ে দলের অন্দরে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। একদিকে যখন রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি থেকে অব্যাহতি নিচ্ছে দলীয় নেতা-কর্মীরা। তখন প্রকাশ পাওয়া মন্ডল সভাপতিদের তালিকা বাতিল হয়ে যাওয়ায় হুগলী সাংগঠনিক জেলা বিজেপি যথেষ্ট অস্বস্তিতে পরেছে।

এবিষয়ে হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী বলেন সমস্যা একটা হয়েছে। তবে এটা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার। আমি এই বিষয়ে দ্বায়িত্বে নেই। তাই এবিষয়ে দলের সাংগঠনিক দ্বায়িত্ব প্রাপ্তরাই বলতে পারবেন। পাশাপাশি জেলায় জেলায় বিজেপি ছাড়ার কথা স্বীকার করে নিয়ে সকলের সাথে কথা বলে সমস্যার সমাধান করা উচিত বলে নিজের দলকে বার্তা দেন লকেট চ্যাটার্জী। যদিও এবিষয়ে দলের হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন প্রকাশ পাওয়া তালিকায় দুজনের নাম কম আছে। তাই আপাতত ২৮ জনের ওই তালিকা বাতিল করা হয়েছে। একসাথে ৩০ জনের নামই প্রকাশ করা হবে। সেক্ষত্রে বাতিল হওয়া তালিকার ২৮জনের নামও অপরিবর্তিত থাকবে। অন্যদিকে বিজেপির মন্ডল সভাপতিদের তালিকা বাতিল নিয়ে ময়দানে নেমেছে তৃণমূলও। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন বিজেপি নিজেদের দ্বন্দ্বেই জ্বলে পুড়ে যাবে।