এই মুহূর্তে কলকাতা

জাল ওষুধের ব্যবসা রুখতে পরীক্ষাগার তৈরির সিদ্ধান্ত রাজ্যের।


কলকাতা, ৭ এপ্রিল:- জাল ওষুধের ব্যবসা রুখতে রাজ্য সরকার ওষুধের গুণমান পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ বাজারদর নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী বাজারে জাল ওষুধের রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই পরীক্ষাগার তৈরীর কথা ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন চলতি অর্থ বছরের রাজ্য বাজেটেও এই খাতে টাকা বরাদ্দ রয়েছে। যে ওষুধ বাজারে বিক্রি হচ্ছে তা আদৌ আসল না নকল তার নমুনা সংগ্রহ করে সেখানে পরীক্ষা করে দেখা হবে। উল্লেখ্য সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিবেশী দেশ থেকে আসা জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে।