এই মুহূর্তে জেলা

উন্নয়নের কাজে বাধা , অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে।

হাওড়া,৭ এপ্রিল:- পঞ্চায়েতে উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন এমন অভিযোগ উঠেছে খোদ বিধায়ক ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে। এমনকি, এর পাশাপাশি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। হাওড়ায় ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ওঠা ওই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডোমজুড় থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য সদস্যদের অভিযোগ স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ লোকজন গত মাস পাঁচেক ধরে নানা অজুহাতে পঞ্চায়েতের কাজে বাধা সৃষ্টি করছেন। তারা পঞ্চায়েতের অনুমতি এবং বাজেট ছাড়াই বিভিন্ন এলাকায় নিত্যনতুন কাজের দাবি জানাচ্ছেন। অফিসে হুজ্জুতি চালানোর পাশাপাশি ওয়ার্ক অর্ডার এবং পঞ্চায়েতের অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইল তারা জোর জবরদস্তি দেখতে চাইছেন।

পঞ্চায়েত প্রধানের অভিযোগ পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে তাদের বোঝানোর চেষ্টা করা হলেও তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। তাদের পরিবারের লোকেদের গালিগালাজ এবং হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এর ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এই নিয়ে পঞ্চায়েতের সদস্যরা নিজেদের মধ্যে মিটিং করে একজোট হয়েছেন। পঞ্চায়েতের কাজে বাধা সৃষ্টির অভিযোগ নিয়ে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর এবং দলের বিভিন্ন পদাধিকারীদের সরাসরি চিঠি লিখছেন। এ ব্যাপারে তারা ডোমজুড় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিধায়ক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন কারা ওই পঞ্চায়েতের কাজে বাধা সৃষ্টি করছেন তা তিনি জানেন না। তাকে কেউ এ ব্যাপারে কিছু জানায়নি। তিনি দাবি করেন ওই পঞ্চায়েতের প্রধান সহ সবাই তাঁর লোক।