এই মুহূর্তে কলকাতা

রামপুরহাট সহ সাম্প্রতিক ঘটনায় বিশিষ্টজনেরা উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন।

কলকাতা, ৩ এপ্রিল:- রামপুরহাট কান্ড সহ রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশিষ্টজনেদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে চিঠি দিয়েছেন। অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়, পরমব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রূপম ইসলাম সহ মোট মোট ২২ জনের স্বাক্ষর করা ওই চিঠিতে বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ন’জনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ওই ঘটনাকে পৈশাচিক বলে আখ্যা দিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এছাড়া আমতায় ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ড, পূর্ব বর্ধমানের তুহিনা খাতুনের আত্মহত্যা, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনার উল্লেখ করে ওই বিশিষ্টজনেরা রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের পুরভোটে অশান্তি এবং বিভিন্ন জায়গায় অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করানোর অভিযোগ তুলে চিঠিতে তার কঠোর সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে, আগামী বছরের পঞ্চায়েত ভোট অবাধ ও সুষ্ঠু করার জন্য ওই বিশিষ্টজনেরা মুখ্যমন্ত্রীকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন।