এই মুহূর্তে জেলা

বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু যাত্রীর , গুরুতর আহত ২৫ জন।


হাওড়া, ২৭ মার্চ:- চামরাইলে একটি সরকারি বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর আহত হয়েছেন ২৫ জন। আহতদের মধে্য ১০ জনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ১৫ জনকে হাওড়ার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতরা হাওড়া হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, আরামবাগ ধর্মতলা রুটের সরকারি বাস। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাসটি যখন ১৬নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার অভিমুখে আসছিল তখন চামরাইলের জয়পুরের
কাছে একটি ডাম্পারকে সজোরে ধাক্কা মারে বাসটি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাসটি প্রচন্ড গতিতে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ডাম্পারটির সংঘর্ষ হয়। বাসের সঙ্গে ডাম্পারটি ঘষে যাওয়ায় বাসের ডানদিকে বসে বা দঁাড়িয়ে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। পুলিশ সূত্রে খবর। এছাড়া আরও ২৫ জন যাত্রী আহত হন। এঁদের মধ্যে অনেকেরই আঘাত গুরুতর। ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। পুলিশই বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে বাসের যাত্রী মফিজুল হাজারি (৩০)নামে খানাকুলের চোখবাদুয়ার বাসিন্দা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন হাওড়া হাসপাতালের চিকিৎসকরা। V

রাতেই পুলিশ খানাকুলে ওই যুবকের পরিবারের সদস্যদের খবর দেয়। এদিকে হাওড়া জেলা হাসপাতালের শয্যায় শুয়ে রিয়া পতি নামে আহত এক মহিলা যাত্রী বলেন, আরামবাগ থেকে বাসে করে আসছিলাম। হঠাৎ একটা আওয়াজ। সব অন্ধকার হয়ে গেল। পুলিশ উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে এল। হাওড়া হাসপাতালে শুয়ে সরোজকান্তি মাঝি নামে আরেক আহত যুবক বলেন, বাসটিতে প্রচন্ড ভিড় ছিল। হঠাৎ প্রচন্ড শব্দে ডাম্পারটিকে ধাক্কা মারে আর তাতেই এই বিপত্তি। আমরা সকলে ছিটকে বাসের মধ্যে পড়লাম। মাথায়, মুখে প্রচন্ড চোট লেগেছে।” দুর্ঘটনার পরই বাসটিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।