এই মুহূর্তে জেলা

বিজেপির স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন আরামবাগে।


আরামবাগ, ২৭ মার্চ:- হুগলি জেলার আরামবাগ পৌরসভার ১৯ নং ওয়ার্ডে বিজেপির স্বচ্ছ ভারত অভিযান।রবিবার, আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের স্বচ্ছ ভারত অভিযানে দেখা গেল বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের। এদিন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা রাস্তার দুই পাশে জঞ্জাল, নোংরা ও পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করেন। এর পাশাপাশি এদিন স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার এবং পাথেনিয়াম গাছ কাটতে দেখা গেল বিজেপির রাজ্য সম্পাদক তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ কে। উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপির একমাত্র কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তাঁর উদ্যোগেই এই কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানা গেছে। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির যুব নেতা

সৌভিক কুন্ডু, উপাসক দে, শুভাশিস দত্ত, অলক সাঁতরা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব। এ প্রসঙ্গে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, আজকে আমরা এই ওয়ার্ডে স্বচ্ছ ভারত কর্মসূচি করলাম। রাস্তার পাশের জঞ্জাল, রাস্তাঘাট এবং পার্থেনিয়াম গাছ গুলিকে কেটে পরিষ্কার করলাম। আমাদের এই কর্মসূচি আগামী দিনেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলবে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ বলেন, আমাদের এখানে আজ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি হয়ে গেল। মোদিজীর যে মিশন, গোটা ভারতবর্ষে জুড়ে স্বচ্ছ অভিযান করে পরিবেশকে ঠিক রাখার জন্য। নোংরা আবর্জনা পরিষ্কার করে আমরা মানুষের কাছে সুন্দর একটা পরিবেশ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।এই কর্মসূচি আমাদের বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। আমাদের পুরো জেলাজুড়ে এই স্বচ্ছ ভারত কর্মসূচি চলছে।