এই মুহূর্তে কলকাতা

এনআই আইন অনুসারে ১২ই দুই ভোটকেন্দ্রে ছুটির ঘোষণা রাজ্যের।

কলকাতা, ২৬ মার্চ:- ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই দিন ওই দুই কেন্দ্রের সমস্ত সরকারি, আধাসরকারি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি স্কুল-সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন।

সে কারণে এনআই আইন অনুসারে ওই দিন ওই দুই কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দুই কেন্দ্রের শিক্ষাপ্রতিষ্ঠানে পোলিং স্টেশন তৈরি করা হবে। পোলিং স্টেশন তৈরি করা হবে ওই দুই কেন্দ্রের সরকারি দফতরেও। যদিও ওই কেন্দ্রের কোনও ভোটার অন্যত্র থাকেন, তাঁর ক্ষেত্রে ১২ এপ্রিল বিশেষ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। প্রয়োজনে ওই দুই কেন্দ্রে পুনর্নিবাচন হলে দিনটি বিশেষ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে।