কলকাতা, ২৬ মার্চ:- মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের আগে কালিম্পং কে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর থেকে আলাদা করার আর্জি জানিয়ে তাঁকে চিঠি দিলেন সেখানকার বিধায়ক। কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কালিম্পংকে জিটিএ থেকে আলাদা করে দেওয়ার আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে কালিম্পংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং জেলা পরিষদ গঠনের কথাও বলেছেন তিনি। উল্লেখ্য, রবিবারই ৬ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে রুদেন লেপচার এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিধায়ক দাবি করেছেন, কালিম্পং যখন মহকুমা থেকে জেলা হয়েছে, একে যখন স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে তখন বাংলার আর পাঁচটা জেলার মতোই সুযোগ সুবিধা দেওয়া উচিত কালিম্পংকেও। সংবিধান অনুযায়ী এটাই কালিম্পংবাসীর প্রাপ্য। জিটিএ-র অধীনে থাকতে তাঁরা রাজি নন বলে জানিয়েছেন রুদেন লেপচা। তাঁর দাবিকে কালিম্পংয়ের সাধারণ মানুষও সমর্থন করেছেন বলে দাবি।