এই মুহূর্তে জেলা

রাস্তায় বৃদ্ধের মৃতদেহ রেখে অবরোধ এলাকাবাসীর।

হুগলি, ২৪ মার্চ:- পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তার উপর মৃতদেহ রেখে অবরোধ করল এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাখলায় টি এন মুখার্জি রোডে। রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসীর দাবি যে তিন যুবকের বেপরোয়া গতির শিকার হয়েছেন হয়েছেন ওই বৃদ্ধ সেই তিন যুবককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মৃত ওই ব্যক্তির নাম মুকুট পিউরিফিকেশন (৬৫)। মাখলা মানিকতলা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার রাতে বাড়ির সামনে তিন যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে ওই বৃদ্ধকে ধাক্কা মেরে তারা নিজেরাও রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত ওই বৃদ্ধকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেই হাসপাতালেই সামান্য আহত তিন বাইক আরোহীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সেই সময় স্থানীয় মানুষের সঙ্গে বাইক আরোহীদের প্রতিবেশীদের রীতিমতো বচসা শুরু হয়ে যায়। বাইক আরোহীদের প্রতিবেশীরা রীতিমতো মারমুখী হয়ে ওঠে। অশান্তির ভয়ে তখন বৃদ্ধের পরিবার চুপ করে যান। অভিযোগ পরে বৃদ্ধের পরিবার উত্তরপাড়া থানায় ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে থানা কোন অভিযোগ নেযনি। বৃহস্পতিবার সকালে বেসরকারি হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়। এরপরই মৃতের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিকেল বেলায় রাস্তার উপর মৃতদেহ রেখে অবরোধের শামিল হন। মৃতের ছেলে জোসেফের অভিযোগ ওই তিন যুবকের পরিবার প্রভাবশালী। তাই পুলিশ কোনো অভিযোগ নেয়নি। এদিন ওই বৃদ্ধের মৃত্যু হতেই এলাকার মানুষ রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীরা দাবি করতে থাকেন অভিযুক্ত বাইক আরোহী যুবকদের গ্রেফতার করতে হবে। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি দুই পক্ষ নিজেদের মধ্যে বোঝাপড়া করতে চেয়েছিল। মৃতের পরিবার যদি অভিযোগ জানাতে চান অবশ্যই তার অভিযোগ নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সন্ধ্যা পর্যন্ত পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে।