হাওড়া, ২৪ মার্চ:- হাওড়ার ওলাবিবিতলায় যে জল প্রকল্পের কাজ বর্তমানে চলছে সেখানকার বর্তমান পরিস্থিতি এবং এলাকার মানুষের সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন কেএমডিএ এবং হাওড়া পুরসভার এক প্রতিনিধি দল। তারা ওই এলাকায় ঘুরে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং পাইপ লাইন বসানোর বিষয় খতিয়ে দেখেন। পরে এই বিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, হাওড়ার ওলাবিবিতলায় যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে সেখানে আমরা আজকে কেএমডিএ এবং হাওড়া পুরসভার আধিকারিকরা পরিদর্শন করেছি। ওখানে যে পাইপলাইন পাতা হচ্ছে সাধারণ মানুষ কিছুটা হলেও ওখানে সমস্যার মধ্যে পড়েছেন। সেটা যাতে ওভারকাম করা যায় এবং যতটা তাদের সমস্যার বিষয়টি যাতে দেখা হয় তার চেষ্টা করা হচ্ছে।
এছাড়াও পাইপলাইন নিয়ে যাবার সময় সেখানে অন্যান্য আরো পাইপলাইন থাকে বা বিভিন্ন সমস্যা থাকে তার ফলে ওখানে কিছু সমস্যা হতে পারে বা পরবর্তীকালে পাইপলাইন নিয়ে যাবার সময় পাইপলাইন যদি সোজাভাবে পাতা না হয় তাহলে জলের প্রেসারটাও ঠিকমতো থাকে না। সে সবগুলোই আমরা আজকে পরীক্ষা করে দেখেছি। এখন যে কাজটা হচ্ছে সেটা ডিস্ট্রিবিউশনের এর মাধ্যমে সরাসরি জল বাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবে। কিন্তু ইনটেক লাইনটা যেটার মাধ্যমে জলটা আমরা ইউজিআরে ভরবো সেই লাইনটা কোথা দিয়ে আসবে এবং কোথা দিয়ে আমরা লাইন টানবো সেটা আমরা দেখেছি। আশা করব যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। সেই ক্ষেত্রে মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ার কিছু অংশ যেখানে জলের সমস্যা রয়েছে সেখানে জলের সমস্যা সমাধান হয়ে যাবে। এবং হাওড়ার মানুষ জলের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবে।