এই মুহূর্তে জেলা

বর্ষার আগেই শহরের নিকাশি নালাগুলি ডিসেলটিংয়ের কাজে নামলো হাওড়া পুরসভা।

হাওড়া, ২৩ মার্চ:- আগামী বর্ষার আগেই শহরের নিকাশি নালাগুলি ডিসেলটিংয়ের কাজ শুরু করলো হাওড়া পুরসভা। বুধবার টিকিয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বড়ো নিকাশি নালার ডিসেলটিং এর কাজের সূচনা হয়। উদ্বোধন করেন পৌর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ছিলেন কমিশনার ধবল জৈন সহ পুরকর্তারা। পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী তিন মাসের লক্ষ্যমাত্রা নিয়ে শহরের সমস্ত নিকাশি নালার সাফাইয়ের কাজ করা হবে। যাতে আগামী বর্ষায় দুর্ভোগ কিছুটা কমানো যায়। এছাড়াও বড় রাস্তার নিকাশি নালাগুলি প্রত্যেক ১০ দিনে একবার

এবং পাড়ার নিকাশি নালাগুলি সপ্তাহে ২ বার করে সাফাই এর কাজের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়াও এইচআইটি ও কেএমডিএর পক্ষ থেকে সাফাই এর কাজ চলছে বেলগাছিয়া ভাগাড় ও ড্রেনেজ ক্যানালে বলে জানা গেছে। উল্লেখ্য, হাওড়ার টিকিয়াপাড়ার ইষ্ট-ওয়েষ্ট রোড বাইপাসের বিগ বাজার সংলগ্ন অংশে হাওড়া শহরের এই উন্নততর নিকাশি ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হলো। বুধবার সকালে এই কাজের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, দেবাংশু দাস সহ অন্যান্য আধিকারিকরা।