সুদীপ দাস, ২৩ মার্চ:- রামপুরহাটে গনহত্যার প্রতিবাদে হুগলী সাংগঠনিক বিজেপির অবস্থান কর্মসুচি চুঁচুড়া ঘড়ির মোড়ে। বুধবার বেলা ১২টা থেকে বিজেপির কর্মী-সমর্থকরা চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থানে বসে। তাঁদের হাতে ছিল রাজ্য সরকার বিরোধী পোষ্টার। অবস্থান নেতৃত্ব দেন হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, প্রাক্তন সভাপতি সুবীর নাগ, সুরেশ সাউ, অরূপা সামন্ত সহ বিজেপি কর্মী-সমর্থকরা।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার না করা হলে আগামীদিনে বিজেপি কর্মীরা আমরন অনশনের পথে যাবেন বলে জেলা সভাপতি তুষার মজুমদার হুঙ্কার ছোড়েন।