সুদীপ দাস, ২২ মার্চ:- চাহিদা মত টাকা না দেওয়ায় পশুপ্রেমীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ ক্লাব সহ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায়। ওই এলাকায় বছর দুয়েক আগে একটি বাড়ি কেনেন পেশায় সরকারী কর্মী সঞ্জিত কুমার দাস। সঞ্জিতবাবুর চুঁচুড়া স্টেশনের কাছে আরও একটি বাড়ি রয়েছে। সঞ্জিতবাবুর স্ত্রী রিতা দাস মাঝেমধ্যে এই বাড়িতে আসেন। তবে তাঁদের এক ছেলে ও এক মেয়ে বর্তমানে ওই বাড়িতেই রয়েছেন। অভিযোগ বাড়ি কেনার পর স্থানীয় ক্লাব তরুন সংঘ দাবী মত দাস পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করে। কিন্তু এরপরও অতিরিক্ত টাকা চাওয়া হয় বলে অভিযোগ দাস পরিবারের।
আর তা নিয়েই স্থানীয় তৃণমূল কাউন্সিলর অর্পিতা সাহার উপস্থিতিতে তরুন সংঘের সদস্যরা মঙ্গলবার দুপুরে তাঁদের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ রীতাদেবীর মেয়ে সঙ্গীতার। সঙ্গীতার গায়ে হাত তোলা হয় বলেও দাস পরিবারের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। রীতাদেবীর মেয়ে সঙ্গীতা পেশায় নিউট্রিশনিস্ট। সঙ্গীতার বাড়িতে পোষ্য হিসাবে বেশকিছু বিড়াল ও কুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দা তথা তরুন সংঘের সদস্যরা দাস পরিবারের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেন। পাশাপাশি তাঁদের পাল্টা অভিযোগ ওই বাড়িতে থাকা কুকুর-বিড়ালের চিৎকারে এলাকাবাসীরাই অতিষ্ট। দুর্গন্ধে আশপাশের বাড়িতে থাকা দায়। পোষ্যদের ব্যাপারে প্রতিবেশীদের সাথে সহমত হয়ে স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা বলেন দাস বাড়ির সদস্যরাই প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। যদিও স্থানীয় ক্লাবের টাকা চাওয়ার বিষয়ে কাউন্সিলর কিছু জানেন না বলে দাবী করেন।