হাওড়া, ২২ মার্চ:- স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে রেলের জমিতে দখলদারি উচ্ছেদ প্রক্রিয়ার কাজ স্থগিত করেই ফিরে গেলেন রেলের আধিকারিকরা। মঙ্গলবার সকালে হাওড়ার নিশ্চিন্দার জয়পুরে রেলের জমিতে দখলদারি উচ্ছেদ করতে গিয়ে এলাকার মানুষের বাধা পেয়ে অভিযান স্থগিত করে রেল। নতুন লাইন পাতার কাজের জন্যে রেলের জমিতে বেআইনিভাবে বসবাসকারীদের উচ্ছেদ করার জন্যে নোটিশ দিয়েছিল রেল। এদিন সেই
কাজ করতেই ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা সহ আরপিএফের বিশাল বাহিনী। বাসিন্দাদের দাবী, তাঁরা দীর্ঘদিন ধরেই ওই জমিতে বসবাস করছেন। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা রেল করে দিলে তবেই তাঁরা ওই জমি ছেড়ে চলে যাবেন। এদিন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এলাকার বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলেন। সেই প্রতিরোধের সামনে পড়ে এদিনের উচ্ছেদের কর্মসূচি স্থগিত করে দেন রেল কর্তৃপক্ষ।