এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় নিখোঁজ রোগীর খোঁজ মিলল হাসপাতালের পেছনের জঙ্গলে।


সুদীপ দাস, ২১ মার্চ:- সিঙ্গুর থানার অন্তর্গত মির্জাপুর গ্রামের সনৎ কোলে পেটে জল জমার রোগ নিয়ে ভর্তি হয়েছিল চুঁচুড়া সদর হাসপাতালে। আজ সকালে হাসপাতাল থেকে সনৎ কোলের বাড়িতে ফোন করে জানানো হয় সনৎ কোলে কে খুঁজে পাওয়া যাচ্ছে না।এরপরই বাড়ির লোক দৌড়ে আসে হাসপাতলে। এবং সেখানে এসে জানতে পারে হাসপাতালে তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত সনৎ কোলে। পরিবারের লোকের কথা অনুযায়ী পেটে জল জমার কারণে সনৎ কোলেকে শনিবার তারা ভর্তি করেছিল চুঁচুড়া সদর হাসপাতালে। সেখানেই সে চিকিৎসাধীন ছিল। আজ সকালে হাসপাতাল থেকে জানানো হয় সে নিখোঁজ রয়েছে। কিন্তু হাসপাতালে এসে জানতে পারে তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন সনৎ।

কিভাবে সনৎ ওই তিন তলার ছাদে গেল এবং কিভাবে পড়ল সেই বিষয়ে অবশ্য কিছুই জানানো হয়নি হাসপাতালে পক্ষ থেকে। চুঁচুড়া থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল হাসপাতালে পক্ষ থেকে। পুলিশের বিষয়টি তদন্ত করে দেখছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট কমলিকা রায় তিনি জানান সনৎ শারীরিক অসুস্থতা এবং সাইক্রেটিক সাইকো পেশেন্ট হিসেবে ভর্তি ছিল হাসপাতলে। আজ সকাল থেকে তার বেডে তাকে পাওয়া যায় না। এরপর হাসপাতালের পিছনে মাথায় আঘাত নিয়ে পড়ে থাকতে দেখে হাসপাতালে লোকজন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে চিকিৎসা করা হয়েছে এখন সে সুস্থ আছে।তবে কীভাবে সে হাসপাতালের পিছনে গেল সেই বিষয়ে পরিষ্কার করে তিনি কিছুই বলতে পারেননি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।