এই মুহূর্তে জেলা

বিদ্যুতের লাইন কাটতে গিয়ে পোষ্টে বেঁধে মারধর বিদ্যুৎ কর্মীকে !


সুদীপ দাস ২১ মার্চ:- বিদ্যুতের লাইন কাটতে গিয়ে প্রহৃত বিদ্যুৎ কর্মীরা। পোষ্টে বেঁধে মারধর করা হলো একজনকে। কিল, চড়, ঘুষির পাশাপাশি রডের আঘাতে জখম আরও দুই। ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুজন চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার দেবানন্দপুরের চন্দনপুর এলাকায়। আহত তিনজনের নাম বাবলু সর্দার, তাপস অধিকারী ও সাধন দাস। এদের মধ্যে সাধনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর এদিন ব্যান্ডেল কাজিডাঙ্গা বিদ্যুত দপ্তর থেকে মোট ৫জন বিল না মিটানোয় চন্দনপুরে নারায়ন চন্দ্র পালের বাড়িতে লাইন কাটতে যায়। সে সময় বাড়িতে এক বয়স্ক মহিলা ছিলেন। তিনি বলেন আজ সকালে ছেলে বিল মিটিয়ে এসেছে। কিন্তু কোন রসিদ না দেখাতে পারায় বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্মীরা।

এরপর সেখান থেকে বের হতেই রাস্তায় তাঁদের গাড়ি আটকায় ওই বাড়ির ছেলেরা বলে অভিযোগ। ছেলেরা বিদ্যুত দপ্তরের গাড়ির চাবি কেড়ে নেয়। পরে স্থানীয় পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে চাবি ফেরত দিলে বিদ্যুত দপ্তরের আধিকারিকদের বিষয়টি ফোনে জানান কর্মীরা। সঙ্গে সঙ্গে আধিকারিকরা বাড়ির কাছের পোল থেকে লাইন কেটে দিতে বলে। সেই নির্দেশ মেনেই পোলে মই লাগায়ি লাইন কাটতে ওঠেন তাপস অধিকারী। মই ধরে দাঁড়িয়ে ছিলেন বাবলু সর্দার। প্রথমে বাবলুকে মারধর করা হয়। সামনে থাকা সাধন দাসকে রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। এরপর মই থেকে নামতেই তাপস অধিকারী দড়ি দিয়ে সেই পোলে বেঁধেই মারধর করা হয় বলে অভিযোগ। পরে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় আতঙ্কিত বিদ্যুত দপ্তরের কর্মীরা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।