এই মুহূর্তে জেলা

রেল ছাড়াও এবার বিমানে ট্যুর IRCTC এর উদ্যোগে।


হাওড়া, ২১ মার্চ:- রেল ছাড়াও এবার বিমানেও বিশেষ ট্যুর করাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজিম কর্পোরেশন বা আইআরসিটিসি। মূলত যাতায়াতের সময় কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত ও উত্তর সিকিমের জন্যে কলকাতা থেকে কলকাতা বিমানে ও গাড়িতে পর্যটনের ব্যবস্থা করা হচ্ছে। চারতারা মানের হোটেল বুকিং সহ সমস্ত খরচ ধরা রয়েছে প্যাকেজের মূল্যে বলে সোমবার এক সাংবাদিক বৈঠকে আইআরসিটিসি সুত্রে জানানো হয়েছে।