হুগলি, ২০মার্চ:- গতকাল রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের ওপর তৃনমূল দুঃস্কৃতিদের আক্রমনে প্রতিবাদে আজ বিকেল ৫:৩০ মিনিটে নাগাত জেলা কার্যালয় থেকে হুগলি মোড় পর্যন্ত হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে একটি মিছিল বেড়ায় মিছিলে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ ও রাজ্য কমেটির সদস্য গৌতম চ্যাটার্জী এছাড়াও বিজেপির বেস কিছু নেতা কর্মীরা।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটি কূশপুতুলিকা নিয়ে যায় মিছিল বিজেপির নেতা কর্মীরা এর পর হুগলি মোরে গিয়ে সেই পূতুলিকা দাহ করা হয়। এর কারনে প্রায় ৩০মিনিট পথ অবরুদ্ধ হয়ে পরে। এই পরিস্থিতর খবর যায় চন্দননগর পুলিশ কমিশনারেটে এর পর চুঁচুড়া ic নেতৃত্বে এক দল পুলিশ আসে হুগলি মোরে এবং তাদের সাথে বিজেপি নেতৃত্বে কথা বার্তার মধ্যে দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।