কলকাতা, ১৯ মার্চ:- বিভিন্ন দফতরে মৃত্যুকালীন চাকরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে নবান্ন। বিভিন্ন দফতরে যে সমস্ত অনুকম্পাজনিত চাকরি রয়েছে সেগুলিতে দ্রুত নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেছেন, এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। সেই বৈঠকেই জেলাশাসক এবং বিভিন্ন দফতরের সচিবদের এরকম নির্দেশ দিয়েছেন। এরফলে যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা আশা করছেন হয়তো এবার দ্রুত তাদের নিয়োগ করা হবে। প্রসঙ্গত মৃত্যুকালীন চাকরির জন্য বহু প্রার্থী রয়েছেন যারা বছরের পর বছর এক দফতর থেকে আরেক দফতরে ঘুরে বেড়াচ্ছেন।
যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তারা অনুকম্পাজনিত চাকরি পাচ্ছেন না। তবে নবান্নের এই নির্দেশের ফলে তারা দ্রুত সেই চাকরি পাবেন বলে আশা করছেন। এর পাশাপাশি সিএমও-র গ্রিভ্যান্স সেল নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এই সেলে আসা অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন। এদিনের বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ২ জেলায় দুই কাউন্সিলর খুনের ঘটনা। রবিবার রাজ্যের দুই জেলায় এই ঘটনার পরেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে চোখ কান খোলা রেখে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। এরপর সমস্ত পুলিশকর্তাদের এবং জেলা শাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে পুলিশকর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।